উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published on
Feb 12, 2024
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠার ৫৮বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭আগস্ট) দুপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ের মিলায়তনে এ আলোচনা সভা ও শুভেচ্ছা বার্তা বিনিময় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিটিকেএস এর কেন্দ্রীয় কমিটি'র সভাপতি সুশীল জীবন ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিটিকেএস'র সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বিটিকেএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় বিভিন্ন দেশে বসবাসরত,চাকরি র ক্ষেত্রে বসবাসরত ত্রিপুরা সমাজ ও অধ্যয়নরত ত্রিপুরা শিক্ষার্থীরা ভার্চুয়ালের মাধ্যমে ৫৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন। শুভেচ্ছা বার্তা'র পরপরেই অনুষ্ঠানের আগত অতিথি বক্তারা বলেন, ১৯৬৫সাল থেকে অধ্যাবধি সংগঠনের পটভূমি, ইতিহাস, সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আর্থিক, কায়িক শ্রম দিয়ে সংগঠনকে ধরে রাখার জন্য জোরদার করেন। সংগঠনটি মূলত: ১৯৬৫ সালে ‘ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি’ এই চারটি মূলনীতিকে নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল। 

প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বক্তারা অনুষ্ঠানের মাধ্যমে যাতে আগামী দিনে দেশ, সমাজ ও জাতির স্বার্থ ও উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহবান জানান। এ সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা  সুরেশ মোহন ত্রিপুরা, বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠু), সিনিয়র সহ-সভাপতি সুকান্ত ত্রিপুরা (বিবিসুৎ), সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, সংগঠনের সদস্য অমিয় কান্তি রোয়াজা, বাত্রিকস সদর আঞ্চলিক শাখা'র সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন)'সহ বিটিকেএস, বিটিজেকেএস'র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও  ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বিভিন্ন পর্যায়ের নেন।