বিটিকেএস সাংগঠনিক সফর: দাউদকান্দি

Published on
Feb 12, 2024
বিটিকেএস সাংগঠনিক সফর: দাউদকান্দি

বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ সকালে দাউদকান্দি সাতপাড়ায় সফর করা হয়। প্রায় ২০০ বছরেরও অধিক সময় ধরে এই এলাকায় ত্রিপুরাদের বসবাস। বর্তমানে এই পাড়া ১২ ত্রিপুরা পরিবার বসবাস করছে। এই পাড়া থেকে বর্তমানে প্রাথমিক স্কুলে পড়াশোনা করছে ৯ জন, হাইস্কুলে ২ জন, নার্সিং-এ ২ জন এবং কলেজ পর্যায়ে ১ জন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয় পাশ করা, পলিটেকনিক পাশ করা কিছু ছেলেমেয়ে রয়েছে। এই এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি হচ্ছেন শ্রদ্ধেয় নির্মল কুমার ত্রিপুরা, পেশায় যিনি একজন চিকিৎসক। শ্রদ্ধেয় নির্মল কুমার ত্রিপুরা ও সাতপাড়া এলাকাবাসীর আন্তরিকতা, অকৃত্রিম ভালবাসা এবং আতিথেয়তার জন্য আমরা কৃতজ্ঞ। 

দাউদকান্দি উপজেলার আরও একটি গ্রামে ত্রিপুরারা বসবাস করে, গ্রামের নাম হচ্ছে মোহাম্মদপুর। সেখানে প্রায় ২০ টি ত্রিপুরা পরিবারের বসবাস। ত্রিপুরা জাতি আয়ুক লকথৌক।