Profile Detail

রণজিৎ নারায়ন ত্রিপুরা

রণজিৎ নারায়ন ত্রিপুরা

কেন্দ্রীয়
পদবী : কার্যনির্বাহী সদস্য
মেয়াদকাল : ১৯৬৫-১৯৭৮
মেম্বার নং : ০৯

মাচাং রনজিৎ নারায়ণ ত্রিপুরা প্রথমে খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন অল্প সময়ের জন্য পরবর্তী সময়ে দিঘীনালা উচ্চ বিদ্যালয় ও বোয়ালখালী অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি একজন সমাজকর্মীও বটে। মাচাং রনজিৎ নারায়ণ ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন কমিটির (১৯৬৫ থেকে ১৯৭৮) নির্বাহী সদস্য ছিলেন। 

তিনি ১৯৭৮ থেকে ১৯৮০, ১৯৮০-১৯৮৩, ১৯৮৩ থেকে ১৯৮৬, ১৯৮৬ থেকে ১৯৮৯ সালের কমিটিগুলোতে নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন।