Profile Detail

বীরেন্দ্র কিশোর রোয়াজা

বীরেন্দ্র কিশোর রোয়াজা

কেন্দ্রীয়
পদবী : কার্যনির্বাহী সদস্য
মেয়াদকাল : ১৯৬৫-১৯৭৮
মেম্বার নং : ১০

মাচাং বীরেন্দ্র কিশোর রোয়াজা বি,এ পাশকরার পর রাঙ্গামাটি শাহ্হাই স্কুলে শিক্ষকতা করেন। দেশ স্বাধীন হবার পর সাব রেজিষ্ট্রারপদে সরকারী চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন থানায় চাকুরী করার পর অবসর গ্রহণকরেন। তিনি একজন অমায়িক ও সজ্জন ব্যক্তিহিসেবে সকলের নিকট পরিচিত। 

মাচাং বীরেন্দ্র কিশোর রোয়াজা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন কমিটির (১৯৬৫ থেকে ১৯৭৮) এবং ১৯৭৮ থেকে ১৯৮০ সালের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।