মাচাং নকুল চন্দ্র ত্রিপুরা একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও সমাজকর্মী। তিনি রামগড় হাইস্কুলে বহু বছর শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। শুধু ত্রিপুরা সম্প্রদায়ের নয় সমগ্র আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রগতিশীল বুদ্ধিজীবি হিসেবে পরিচিত। তিনি পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যকার সংলাপের উদ্দেশ্যে গঠিত যোগাযোগ কমিটির তিনি প্রভাবশালী সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অকৃতদার। তিনি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন কমিটির নির্বাহী সদস্য ছিলেন।
মাচাং নকুল চন্দ্র ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন কমিটির (১৯৬৫ থেকে ১৯৭৮) ও ১৯৮০ থেকে ১৯৮৩ সালের কমিটিতে নির্বাহী সদস্য ছিলেন এবং ১৯৭৮ থেকে ১৯৮০ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।