Profile Detail

সুরেন্দ্র লাল ত্রিপুরা

সুরেন্দ্র লাল ত্রিপুরা

কেন্দ্রীয়
পদবী : সাধারণ সম্পাদক
মেয়াদকাল : ১৯৬৫-১৯৭৮
মেম্বার নং : ২

সুরেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানাধীন প্রাচীন ত্রিপুরা জনপদ কামাকুছড়া গ্রামে ১লা এপ্রিল, ১৯৩৮ ইংরেজি, ১৫ই চৈত্র ১৩৬৮ ত্রিপুরাব্দে জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজমনি ত্রিপুরা এবং মাতার নাম পুষ্পাশ্রী ত্রিপুরা। অত্যন্ত মেধাবী ছাত্র সুরেন্দ্র লাল ত্রিপুরা দীঘিনালা থানা এম.ই. স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৫৪ সনে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় হতে স্কলারশীপ সহ ম্যাট্রিক পাশ করেন। অতঃপর ১৯৫৭ সনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আই এ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৩ সনে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। স্কুল শিক্ষকতার মাধ্যমে সুরেন্দ্র লাল ত্রিপুরার কর্মজীবন শুরু হয়। 

পরবর্তীতে শিক্ষকতার পদ থেকে অব্যাহতি নিয়ে ১৯৬১ সালে সালে প্রথমে পুনর্বাসন বিভাগে এবং পরে মহকুমা জনসংযোগ কর্মকর্তা পদে চাকুরী লাভ করেন। ১৯৬১ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তথ্য বিভাগে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউট-এ প্রথমে সহকারী পরিচালক এবং উক্ত পদে ৭ বছর চাকুরী করার পর ১৯৮৫ সালে পদোন্নতি পেয়ে পরিচালক পদে অধিষ্ঠিিত হন। 

১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি ইনস্টিটিউট হতে অবসর গ্রহণ করেন এবং অবসর গ্রহণের এক বছর পর ১৯৯৬ খ্রিস্টাব্দের ২৫ মে তারিখে পরলোক গমন করেন । তিনি চাকমা ও ত্রিপুরা ভাষায় অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী হিসেবে নিজ সম্প্রদায় ছাড়িয়ে সমগ্র দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।