Profile Detail

বীরেন্দ্র কিশোর রোয়াজা

বীরেন্দ্র কিশোর রোয়াজা

কেন্দ্রীয়
পদবী : সভাপতি
মেয়াদকাল : ১৯৬৫-১৯৭৮
মেম্বার নং : ১

মাচাং বীরেন্দ্র কিশোর রোয়াজা বৃটিশ আমলে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের প্রথম ম্যাট্রিকুলেট ও গ্রাজুয়েট। তিনি ১৯৩৬ সালে বি,এ পাশ করার পর পার্বত্য চট্টগ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। কয়েক বছর শিক্ষকতা করার পর চাকুরী ছেড়ে দিয়ে নিজ এলাকায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি এম,ই স্কুলকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করার জন্য মূখ্য ভূমিকা পালন করেন এবং নিজে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

 তিনি ১৯৫৪ সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের দুটি আসনের একটিতে নির্বাচিত হন। তিনি ত্রিপুরা সম্প্রদায় থেকে প্রথম এম,এল,এ (মেম্বার অব লেজিসলেটিভ এসেম্বলি)। মাচাং বি, কে, রোয়াজা বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি ১৯৬৫ থেকে ১৯৭৮, ১৯৭৮ থেকে ১৯৮০ এবং ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালের ২ নভেম্বর বি, কে, রোয়াজা দেহত্যাগ করেন।